চাল ও গম আমদানিতে এলসির মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ

|

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল ও গম আমদানিতে এলসির নগদ মার্জিন হার ন্যূনতম রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানি সচল রেখে স্থানীয় বাজারে নিত্যপণ্য সরবরাহ স্থিতিশীল রাখতেই এ নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হয়েছে। এতে বেড়েছে, আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যয়। খাদ্যশস্যের মূল্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। এ অবস্থায় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চাল ও গমের মূল্য সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন।

কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় জানিয়েছে, চাল ও গম আমদানির ঋণপত্র খুলতে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে, মঙ্গলবার আরেক নির্দেশনায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরসহ আটটি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply