ফারদিনের মৃত্যু: ডিবির তদন্তে আশ্বস্ত বুয়েট শিক্ষার্থীরা

|

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনার তদন্তে আশ্বস্ত ফারদিনের সহপাঠী ও বুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মহানগর গোয়েন্দা কার্যালয়ে মামলার তথ্য-প্রমাণ ও তদন্ত সংশ্লিষ্ট বিষয় স্বচক্ষে দেখে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায় বুয়েট শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে বুয়েট শিক্ষার্থীদের একটি দল মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যায়। দেখা করেন গোয়েন্দা প্রধানের সাথে। তদন্তের সার্বিক অগ্রগতি দেখে সংবাদ মাধ্যমকে তারা জানায়, তদন্তে অগ্রগতির ধরন দেখে তারা সন্তুষ্ট। তারপরও কিছু গ্যাপ আছে বলে মত তাদের।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ফারদিনের মৃত্যু ও সুষ্ঠু বিচারের দাবিতে সকালে বুয়েটে তাদের মানববন্ধন করার কথা ছিল। ফারদিন আত্মহত্যা করেছে, ডিবি পুলিশের এ কথা তারা বিশ্বাস করতে পারছেন না। ফলে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে ডিবি। ফারদিনের আত্মহত্যা সংক্রান্ত তথ্য-প্রমাণ ও তদন্ত সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাতে শিক্ষার্থীদের ডাকে তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply