পাহাড়ের গভীর ফাটলে ৪৫ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে উদ্ধার ভারতীয় যুবক

|

ভারতে বেড়াতে গিয়ে একটি পাহাড়ের গভীর গুহায় পড়ে ৪৫ ঘণ্টা আটকে থাকার পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই যুবকের নাম রাজু। তিনি তেলেঙ্গানার রেড্ডিপেট নামের একটি গ্রামের বাসিন্দা। খবর ইন্ডিয়া টুডের।

গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভারতের তেলেঙ্গানার কামারেডি জেলার একটি গুহার ১৫ ফুট গভীরে পড়ে যায় রাজু নামে ওই যুবক। খবর পেয়ে প্রথমে তার পরিবার ও স্বজনরা এসে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে পুলিশে খবর দিলে উদ্ধারকর্মীরা রাজুকে উদ্ধারের চেষ্টা করে। পরে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকর্মীরা জানান, মঙ্গলবার এই অঞ্চলে হাঁটতে বের হয় রাজু। এ সময় তার হাত ফসকে মোবাইল ফোন পাহাড়ের গুহার মধ্যে পড়ে যায়। এরপর সে সেটিকে আনতে গেলে নিজে ১৫ ফুট গভীরে একটি বড় ফাটলের মধ্যে আটকে যায়। উপর থেকে রাজুকে খাবার ও পানি সরবরাহ করায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। উদ্ধারের পর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply