অবশেষে কমলো সয়াবিন তেলের দাম

|

ছবি : সংগৃহীত

অবশেষে ভোজ্য তেলের বাজারে স্বস্তি ফিরলো। খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯২ থেকে ৫ টাকা কমে ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল এখন পাওয়া যাবে ৯০৬ টাকায়। আগে এর দাম ছিল ৯২৫ টাকা।

অন্যদিকে, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply