দেড়শ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ফলোঅনের শঙ্কা মাথায় নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল টাইগাররা। মাত্র ১৭ রান যোগ করতেই ১৫০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। কুলদীপ যাদব নেন ৫ উইকেট। ফলোঅনে পরলেও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিরাজ ও এবাদত শুরু করেন তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় দিন শেষে নামের পাশে ১৬ রান ছিলো মিরাজের। আর ১৩ রান করেছিলেন এবাদত। ৩য় দিনে মাত্র ৪ রান যোগ করে কুলদীপ যাদবের বলে রিসাভ পান্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এবাদত হোসেন। ১৪৪ রানেই ৯ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

শেষ ব্যাটার হিসেবে মাঠে নামেন খালেদ হোসেন। এরপরেই ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলের বলে ডাউন দ্যা উইকেটে খেলতে এসে ব্যাটে বলে সংযোগ করতে পারেনি মেহেদী মিরাজ। যারফলে স্ট্যাম্পিংয়ের মাধ্যমে ১৫০ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ভারতের হয়ে ৫টি উইকেট নেন স্পিনার কুলদীপ যাদব এছাড়াও পেসার সিরাজ নেন ৩ টি উইকেট ।

এর আগে, ভারতের প্রথম ইনিংসে করা ৪০৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে বন্দি নাজমুল শান্ত ফেরেন ডাক মেরে। অভিষিক্ত ওপেনার জাকির হোসেন ২০ রানে মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হন। এছাড়া, লিটন ২৪ ও সাকিব সাজঘরে ফেরেন ৩ রানে। বাকিরাও আসা যাওয়ার মিছিলে নাম লেখালে ১০২ রানেই অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

ফলোঅনে পরলেও বাংলাদেশকে লজ্জায় পড়তে দেয়নি ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে ভারত।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১০/০; রাহুল ৭* ও গিল ৩* ব্যাট করছেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply