উচ্চ ক্ষমতাসম্পন্ন জ্বালানি মোটরের পরীক্ষা করলো উত্তর কোরিয়া

|

উচ্চ ক্ষমতাসম্পন্ন জ্বালানি মোটর HTSFM- এর পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এরমাধ্যমে অত্যাধুনিক এবং কৌশলগত অস্ত্র নিমার্ণের দিকে আরও এগিয়ে গেলো দেশটি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির সোহায়ে স্যাটেলাইট লঞ্চিং স্টেশনে ছিলো এ পরীক্ষা।

বিশ্লেষকরা বলছেন, নতুন ধরণের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নির্মাণের ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়ার এ উদ্যোগ। গেলো কয়েক বছর ধরেই সলিড ফুয়েলের ক্ষেপণাস্ত্র নির্মাণের দিকে মনোযোগী হয়েছে পিয়ংইয়ং। এরফলে পূর্ব-প্রস্তুতি বা কোন সতর্কবার্তা ছাড়াই ছোড়া যাবে মিসাইলগুলো। যা পাড়ি দিবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া-জাপানের ভূখণ্ড। আঘাত হানতে সক্ষম অঞ্চলটির মার্কিন সামরিক ঘাঁটিতেও।

চলতি বছর, ৬০টির বেশি মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। একদিনেই ছোড়া হয়েছিলো ২৩টি ছোট-বড় ক্ষেপণাস্ত্র।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply