শৈলকুপায় জন্ম নিলো ছয় পা-ওয়ালা বাছুর

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ৬ পায়ের একটি বাছুরের জন্ম হয়েছে। বিরল এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক হৈচৈ পড়ে যায়। বাছুরটিকে এক নজর দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করছে বহু মানুষ।

উপজেলার বগুড়া ইউনিয়নের নাগিরহাট গ্রামে গত বুধবার (১৪ ডিসেম্বর) সকালে এ বাছুরের জন্ম হয়। মামুন মন্ডলের বাড়িতে একটি গাভি ওই বাছুরটির জন্ম দেয়। চারটি পা স্বাভাবিক থাকলেও বাছুরটির ঘাড়ের কাছে আরো অতিরিক্ত ২টি পা দেখা যাচ্ছে।

চিকিৎসক জানিয়েছেন, বাছুটির পা ৬টি হলেও শারীরিক কোনো সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে এই বাছুর।

এ নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খান বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে ৬টা পা হলেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবেনা। শুধু অতিরিক্ত পাগুলো বাড়বে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply