মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে কলকাতায়ও

|

ছবি: সংগৃহীত।

ভারতের কলকাতায়ও আজ শ্রদ্ধার সাথে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে পালিত হয় দিবসটি।

এ উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে কলকাতার ফোর্ট উইলিয়ামে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে যাওয়া বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর সদ্যরা।

৬০ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীরপ্রতীক ও ভারতের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সেনা, নৌ এবং বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার শীর্ষ কর্মকর্তারাও। এদিকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনেও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply