ভয়াবহ দাবানল ছড়িয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। মধ্য ও দক্ষিণাঞ্চলে এরই মধ্যে পুড়ে গেছে ১৭ হাজার একরের বেশি এলাকা। খবর রয়টার্সের।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানী সান্টিয়াগোতে জারি হয়েছে জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দাবানলের প্রভাবে চলতি বছরের সর্বাধিক তাপমাত্রা দেখছে চিলির রাজধানী। যা ১১১ বছরের মধ্যে তৃতীয়। পার্শ্ববর্তী কুরাকাভি শহরে পুড়ে গেছে ১৭শ’ হেক্টর এলাকা। ধোঁয়ায় ছেয়ে আছে পুরো অঞ্চল।
দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন জানায়, মধ্যাঞ্চলে অন্তত ১৮টি স্থানে জ্বলছে আগুন। ভালপারাইসো অঞ্চলে লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে স্থানীয়দের। চরম ঝুঁকিতে বন্যপ্রাণীরা। আগুন নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিসের কয়েকশ’ সদস্য। পাঠানো হয়েছে নতুন টিম।
এটিএম/
Leave a reply