ঢাকায় ৪ সদস্যের পরিবারে খাদ্য কেনায় প্রতি মাসে খরচ সাড়ে ২৩ হাজার টাকা: সিপিডি

|

ঢাকায় চার জনের একটি পরিবারের খাদ্য কিনতে মাসিক ব্যয় ২৩ হাজার ৬৭৬ টাকা। আর মাছ-মাংস বাদ দিলে খরচ দাঁড়ায় ৯ হাজার ৫৫৭ টাকায়। নিম্ন ও মধ্যবিত্তের যে আয় তা দিয়ে খাদ্যপণ্য কিনে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ‘সংকটে অর্থনীতি: কর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক সংলাপে এ তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংলাপে উঠে আসে মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে পদক্ষেপ নেয়ার তাগিদ। বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাত স্থিতিশীলতার জন্য অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। এক্ষেত্রে সবুজ উদ্যোগের বিকল্প নেই। ব্যাংকিং খাতে সংস্কারের তাগিদ দেয় গবেষক ও অর্থনীতিবিদরা।

তারা বলেন, খেলাপি ঋণ বাড়ছে। ঋণ দেয়া অনিয়ম এখনও আছে। বিশ্ববাজারে যে হারে পণ্যের দাম বাড়ছে, স্থানীয় বাজারে তারচেয়েও বেশি হারে বাড়ছে। বিশেষ করে চাল, আটা, চিনি ও ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও স্থানীয় বাজারে প্রভাব নেই। অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্যের দামও কারণ ছাড়া ঊর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে শ্রমজীবীদের বেতন বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply