মেসি ২০ বছরের যুবকের মতো খেলছে, সে কাপের জন্য ক্ষুধার্ত: বাতিস্তুতা

|

ছবি: সংগৃহীত

মেসি বিশ বছরের এক যুবকের মতো খেলছে এবং সে কাপের জন্য ক্ষুধার্ত বলে মন্তব্য করেছেন সাবেক আর্জেন্টাইন তারকা গ্যাব্রিয়েল বাতিস্তুতা। খবর ইএসপিএন’র।

বাতিস্তুতা বলেন, আমি আশা করেছিলাম, সে অনেক শান্ত হবে। কিন্তু সে ২০ বছর বয়সের মতো খেলছে। কারণ সে ক্ষুধার্ত। এখানে বিশ্বকাপ জিততে এসেছে সে। ফুটবলের এটাই প্রয়োজন, আর দলের মধ্যে মেসি সেটাই ছড়িয়ে দিচ্ছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল বাতিস্তুতার। মেসি এবারের বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। এ প্রসঙ্গে বাতিস্তুতা বলেন, রেকর্ডটি মেসিরই প্রাপ্য। রেকর্ডটি মেসি ভাঙায় আমার একটুও খারাপ লাগেনি। কারণ যখন আমার নামের পাশে ছিল এটা, আমি উপভোগ করেছি। এটা মেসির প্রাপ্য। যদি চূড়ায় একজনের থাকতে হয় তাহলে সেটা অবশ্যই মেসি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply