একদিনে দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

|

উচ্চ ক্ষমতাসম্পন্ন জ্বালানি মোটরের পরীক্ষা চালানোর মাত্র তিনদিনের মাথায়, একদিনে দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। খবর রয়টার্সের।

রোববার (১৮ ডিস্বম্বর) এ তথ্য নিশ্চিত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জানায়, সকালে পূর্বাঞ্চলীয় উপকূলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের কাছেই পড়ে সেগুলো। তবে মিসাইল দুটি শনাক্ত করতে পারেনি তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক মিসাইল পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।

চলতি বছর ৬০টির বেশি মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। অঞ্চলটিকে ঘিরে মার্কিন তৎপরতা বৃদ্ধির জবাব দিতেই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে কিম জং উন প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply