আর্জেন্টিনা একাদশে পরিবর্তনের আভাস

|

ছবি: সংগৃহীত

৩৬ বছরের শিরোপা খরা কাটাতে ১টি জয় দরকার আর্জেন্টিনার। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল মহারণে নামার আগে নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছে আলবিসেলেস্তেরা। অনুশীলনে খোশ মেজাজে রয়েছেন দলটির প্রাণভোমরা লিওনেল মেসি। ইতোমধ্যেই আর্জেন্টিনা দলে পরিবর্তনের আভাস দিয়েছেন মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি।

ইনজুরি থেকে সম্পূর্ণ ফিট রয়েছেন উইঙ্গার আনহেল ডি মারিয়া, এছাড়াও সেমিফাইনালে কার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকা লেফট ব্যাক আকুনা ফিরছেন শুরুর একাদশে। খুব সম্ভাবত শুরুর একাদশে আরেকটি পরিবর্তন আসতে পারে, ফ্রান্সের দ্রুত কাউন্টার অ্যাটাক ভঙ্গ করতে দলে বাড়তি একটি ডিফেন্ডার খেলাতে পারেন আলবিসেলেস্তে কোচ স্কালোনি। সেইক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজকে সেন্টার ব্যাক হিসেবে দেখা যেতে পারে।

২টি ফর্মেশন নিয়ে গতকাল কাতার একাডেমি সিটি মাঠে অনুশীলন করেন মেসিরা। স্কালোনির প্রথম পছন্দের ফর্মেশন ৫-৩-২ যেখানে ডি মারিয়াকে বেঞ্চে রেখে শুরুর একাদশে সুযোগ পাবেন লিসান্দ্রো মার্টিনেজ। কারণ ফ্রান্সের দুর্দান্ত গতি সামলানোর জন্য বাড়তি একটি ডিফেন্ডার খেলানোর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, আনহেল ডি মারিয়াকে শুরুর একাদশ রেখে ৪-৪-২ ফর্মেশনেও আলবিসেলেস্তেদের দেখা যেতে পারে। সেইক্ষেত্রে মেসি নাম্বার টেন হিসেবে খেলবেন এবং লেফট ফরোয়ার্ড হিসেবে দেখা যাবে তরুণ তুর্কি জুলিয়ান আলভারেজকে। ডি মারিয়াকে রাইট ফরোয়ার্ড হিসেবেই দেখা যাবে।

বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল মহারণে পরিণত হওয়া ম্যাচটি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply