‘আগামী বছরে ৩০-৪০ শতাংশ বাড়তে পারে তৈরি ফ্ল্যাটের দাম’

|

নির্মাণ সামগ্রীর অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে আগামী বছরে ৩০ থেকে ৪০ শতাংশ তৈরি ফ্ল্যাটের দাম বাড়তে পারে। ড্যাপ সংশোধন না হলে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে আবাসন খাত; এসব কথা বলেছেন রিহ্যাব সহ-সভাপতি কামাল মাহমুদ।

রিহ্যাব ফেয়ার উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও বলেন, এবারের মেলাতে অধিকাংশ ফ্ল্যাটই আগের দামে বিক্রি হবে। তবে নতুন বছরে দাম বাড়বে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২১ ডিসেম্বর শুরু হবে পাঁচদিনের এই আয়োজন। এবারের মেলায় থাকছে ১৮০টি স্টল। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শক ও ক্রেতারা প্রবেশ করতে পারবেন। পর্যায়ক্রমে বিভাগীয় শহরেও রিহ্যাব এ ধরনের মেলার আয়োজন করবে বলে জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply