যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত দুই তরুণ

|

যুক্তরাষ্ট্রের আটলান্টায় একদল তরুণ বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছে দুই তরুণের। নিহতদের বয়স যথাক্রমে ১৪ বছর ও ১৬ বছর। এ ঘটনায় আরও তিন তরুণ-তরুণী আহত হয়েছে। অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাদেরকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এবিসি নিউজের।

শনিবার (১৭ ডিসেম্বর) আটলান্টার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘটে এ ঘটনা। রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় পুলিশ। আহত তিনজনের মধ্যে রয়েছে ১১ ও ১৫ বছর বয়সী দুই তরুণ এবং ১৫ বছর বয়সী আরেক তরুণী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা। তবে তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়নি।

এ নিয়ে আটলান্টা পুলিশের উপপ্রধান চার্লস হ্যাম্পটন বলেন, মূলত সোশ্যাল মিডিয়ায় একটি দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টার দিকে একদল তরুণ বন্দুক নিয়ে ওই অ্যাপার্টমেন্টের ভেতর প্রবেশ করে। হামলার রেশ অ্যাপার্টমেন্টের বাইরেও ছড়ায়। সেখান থেকেই বাকি দুই ভুক্তোভোগীকে উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply