ঢাকা-আরিচা মহাসড়কের তিন সেতুতে ফাটল

|

দেশের ব্যস্ততম মহাসড়কের মধ্যে ঢাকা-আরিচা অন্যতম। প্রতিদিনই এ পথে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে। এরকম ব্যস্ত মহাসড়কের তিন সেতুতে দেখা দিয়েছে ফাটল। বালুর বস্তা ও গাড়ির টায়ার দিয়ে সংস্কার করেছে সড়ক ও জনপথ বিভাগ। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। আতঙ্কিত পরিবহন শ্রমিক আর স্থানীয়রা।

সম্প্রতি এ মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরের ২টি আর বারবাড়ীয়ার একটি সেতুতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ফাটলের ফাটল ঠেকানোর সাময়িক ব্যবস্থা নিয়েছে। এ ব্যবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

সেতু তিনটির দু পাশেই ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক ও জনপথ। তারপরও সেতুর হয়ে চলছে সব ধরনের ভারী যান। বিকল্প ব্রিজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ি কাজ চলছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী।

কোন ধরণের দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যান চলাচল বন্ধ এবং বিকল্প ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply