বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধকারীদের মুখে গণতন্ত্রের কথা লজ্জাজনক: প্রধানমন্ত্রী

|

ইনডেমনিটি দিয়ে যারা বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা লজ্জাজনক। তাদেরকে গণতন্ত্রের ধারক বাহক বলাটা দুঃখজনক। এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তির আয়োজনে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাস, বোমা হামলা থেকে আদালত, বিচারকরাও রেহাই পায়নি। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে আইনজীবীদের আরও ভূমিকা রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিচার পেতে বিচার প্রার্থীদের যেন ঘুরতে না হয়। কম খরচে দ্রুততম সময়ে যাতে মানুষ বিচার পায় সেজন্য কাজ করছে বিচার বিভাগ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply