রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন

|

পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজের কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি রবিসভ। দুপুর ১২টার দিকে এই কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন হয়।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েই এগিয়ে চলেছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী, এই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী বলেন, এই অগ্রযাত্রা সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতিতে এগিয়ে যাচ্ছে।

এদিকে পাবনার এই সফরে অর্ধশত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন সুধী সমাবেশে। বিকেলে পাবনা পুলিশ লাইনস মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছরের ৩০ নভেম্বর পাবনা সফর করেছিলেন শেখ হাসিনা। সে সময় উদ্বোধন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম চুল্লির প্রথম কংক্রিট ঢালাইয়ের কাজ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply