শেষ হলো কাতার বিশ্বকাপ ২০২২। মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি পেলো পূর্ণতা। ট্রফিও হয়তো তার হাতে উঠতে পেরে রাজ্যের শান্তি পেয়েছে। এতে বাঙালির মনে যে আনন্দের বন্যা তা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পৌঁছে গেছে মেসির দেশেও। বাঙালিদের উল্লাসের ভিডিও শেয়ার করে জানানো হয়েছে বাংলাদেশকে ধন্যবাদ।
রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবলের ২২তম আসরের শিরোপা উচিয়ে ধরার স্বপ্ন পূরণ করেন মেসি। সেই মুহূর্তে বাঁধবাঙ্গা আনন্দে জয় উদযাপন করেছে বাংলাদেশের ভক্তরা। সে রকম একটি ভিডিও টুইটারে শেয়ার করে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ‘সিলেকশন আর্জেন্টিনা’।
Thank you Bangladesh 🤩
Thank you Kerala, India, Pakistan. Your support was wonderful! https://t.co/GvKwUP2hwJ— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) December 19, 2022
এবারই প্রথম নয়, এর আগেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ভালোবাসা ও সমর্থনে মুগ্ধ হয়েছিলো দেশটি। দেয়া হয়েছিলো ধন্যবাদ। শুধু আর্জেন্টিনা নয়, স্বয়ং ফিফাও বাংলাদেশের ফুটবলপ্রেম দেখে মুদ্ধ হয়েছিলো।
এটিএম/
Leave a reply