অবৈধভাবে উৎপাদিত মদের সন্ধানে বিহার রাজ্যে সাঁড়াশি অভিযান

|

অবৈধভাবে উৎপাদিত মদের সন্ধানে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যে। চোলাই মদ খেয়ে প্রায় শ’খানেক মানুষের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। চলছে ব্যাপক ধরপাকড়, জব্দ করেছে বিপুল পরিমাণ বিষাক্ত চোলাই মদ। খবর হিন্দুস্থান টাইমসের।

এদিকে, মদ নিষিদ্ধ করার পরও বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রশাসনের যথাযথ নজরদারির অভাব বলে অভিযোগ বিরোধী দলগুলোর।

বিষাক্ত মদপানে কয়েক জেলায় প্রাণহানির জেরে সাঁড়াশি এ অভিযান শুরু করেছে পুলিশ। গেল কয়েকদিনের অভিযানে জব্দ হয়েছে সাতশ’ লিটারের বেশি নিম্নমানের মদ। মাটির নিচে দীর্ঘদিন পুঁতে রেখে সনাতনী কায়দায় বানানো হতো সেগুলো। বিষাক্ত এসব মদ উৎপাদন এবং বিক্রির সাথে জড়িত শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।

বিষাক্ত মদ খেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ। চিকিৎসকরা বলছেন, অসুস্থ অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা তাদের।

নার্স সরিতা কুমারী বলেন, বেশিরভাগ রোগী পেটে ব্যথা নিয়ে আসছে। অনেককে আবার অচেতন অবস্থায় নিয়ে আসা হচ্ছে। বেশি খারাপ অবস্থা যাদের, তাদের শহরের হাসপাতালে পাঠিয়ে দেয়া হচ্ছে।

২০১৬ সালে বিহারে মদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নীতিশ কুমারের সরকার। কাগজে-কলমে মদ নিষিদ্ধের পরও, অবৈধ মদ তৈরি এবং বিক্রি অব্যাহত থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ক্ষমতায় থাকা নীতিশ। বিরোধীদের অভিযোগ, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের যথাযথ নজরদারি নেই। সরকারের বিরুদ্ধে রয়েছে মদপানে মৃতের প্রকৃত সংখ্যা লুকানোর অভিযোগও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply