ইউক্রেনের সেনাদের সামরিক প্রশিক্ষণের সময়সীমা বাড়ালো যুক্তরাষ্ট্র

|

ইউক্রেনের সেনাদের সামরিক প্রশিক্ষণের সময়সীমা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বিষয়টি নিশ্চিত করেন। খবর বার্তা সংস্থা এপির।

প্যাট্রিক রাইডার জানান, ইউক্রেনের সেনাদের সক্ষমতা বাড়াতে ভারি ও অত্যাধুনিক অস্ত্রের চালনা এবং সেনা প্রশিক্ষণের সময়সীমা আরও বাড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে। রাশিয়ার হামলা ঠেকাতে জার্মানিতে ইউক্রেনীয় সেনাদের এই প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সাথে দু’দেশ যৌথ মহড়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই দেশটির সেনাদের দীর্ঘমেয়াদি সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করে যুক্তরাষ্ট্র। জার্মানির বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রতি মাসে অন্তত ৫শ’ ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply