ফেসবুক, ইউটিউব, টুইটারসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমকে শুনানির জন্য তলব করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস তদন্ত কমিটি। শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানান কমিটির চেয়ারম্যান বব গুডলেটি।
তিনি অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রকাশ করা রাজনৈতিক বিভিন্ন ইস্যু মুছে ফেলছে কর্তৃপক্ষ। এ জন্য শুনানির তলব করা হয়েছে। এতে যথাযথ জবাব দিতে সবাই অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এরই মধ্যে শুনানিতে জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে নতুন করে কোন মন্তব্য করবে না তারা।
এদিকে শুনানিতে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এর আগে ৮ কোটি ৭০ লাখ অ্যাকাউন্টের তথ্য চুরির ঘটনায় শুনানি করা হয় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে।
Leave a reply