‘কূটনীতিকদের পক্ষপাতমূলক আচরণ অনাকাঙ্ক্ষিত’

|

কূটনীতিকদের পক্ষপাতদুষ্ট আচরণ ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি, মানবাধিকার এবং নির্বাচন বিষয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য উদ্বেগজনক। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এমন মন্তব্য করেছেন। জাতিসংঘ জেনেভা কনভেনশন অনুযায়ী কূটনীতিকের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

তিনি জানান, গত ১৪ই ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূতের কাছে মায়ের কান্না নামের একটি সংগঠনের কর্মীরা স্মারকলিপি দেয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের কথা শুনতে মার্কিন রাষ্ট্রদূতের অপারগতা প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক।

মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘মায়ের ডাক’ এর আহ্বানে সাড়া দিয়ে মার্কিন রাষ্ট্রদূত শাহীনবাগে যেতে পারলে ‘মায়ের কান্না’ সংগঠনের ডাকে সাড়া দেয়া উচিত ছিল। মার্কিন রাষ্ট্রদূতের এই দ্বৈত আচরণ দেশের মানুষকে কষ্ট দিয়েছে। বিশেষ রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধির ভূমিকায় অবতীর্ণ না হতে কূটনৈতিকদের প্রতি আহ্বান জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply