মানবাধিকার নিয়ে বিএনপির কথা বলা হাস্যকর: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

বাংলাদেশে যারা সন্ত্রাস ও মানবাধিকারের রাজত্ব কায়েম করেছে, সংখ্যালঘু ও কূটনীতিকদের ওপর হামলা চালিয়েছে, এখন ওদের মানবাধিকারের কথা বলাটা হাস্যকর। তাদের নিজেদের ঘর ঠিক করা উচিত। বিএনপির ২৭ দফা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনে বিজ মিলনায়তনে রিসার্চ কলোকইউম ২০২২ আয়োজন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি মানুষকে পুড়িয়েছে। এখন তারা কীভাবে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, তা বোধগম্য নয়। সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। ধনী দেশ হিসেবে হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলা নিয়ে অতোটা চিন্তিত নই।

অনুষ্ঠানে বিআইআইএসএস এর গবেষণা কর্মর্কতাগণ প্রতিটি অধিবেশনে তিনটি করে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply