অনলাইনে ম্যাকবুক অর্ডার করে কুকুরের খাবার পেয়েছেন ব্রিটেনের ৬১ বছর বয়সী অ্যালান উড। খবর ইয়াহু নিউজ’র।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ডার্বিশায়ারের ৬১ বছর বয়সী বাসিন্দা অ্যালান উড মেয়ের জন্য একটি ম্যাকবুক অর্ডার করেন। অর্ডারে পেডিগ্রি চুমের দু’টি প্যাকেট দেয়া হয় তাকে। ম্যাকবুক নেয়ার জন্য এক হাজার পাউন্ড দেন উড। বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ ১৫ হাজার টাকারও বেশি।
উড বলেন, কুকুরের খাবার পাঠানোর পরে এই ব্যাপারে অ্যামাজনের সাথে যোগাযোগ করেছেন তিনি। প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেও কোনো সাহায্য পাওয়া যায়নি। যদিও অ্যামাজন দাবি করছে ওই ক্রেতাকে পুরো টাকা ফিরিয়ে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ২৯ নভেম্বর অ্যামাজনে ম্যাকবুক অর্ডার করে টাকা দেন অ্যালান। মেয়েকে সারপ্রাইজ দেয়ার জন্য তা অর্ডার করে নিজেই অবাক হয়ে যান তিনি।
/এনএএস
Leave a reply