যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হামবল্ট কাউন্টিতে ৬ দশমিক ৪ মাত্রার জোরালো এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দু’জন। খবর সিএনএনের।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) হওয়া এ ভূমিকম্পে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, দিনভর এলাকাটিতে অনুভূত হয়েছে ছোট-বড় অন্তত ৮০টি আফটারশক।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউসজিএস এর দেয়া তথ্য অনুসারে, স্থানীয় সময় মঙ্গলবার রাত আড়াইটায় ক্যালিফোর্নিয়ার হামবল্ট কাউন্টিতে প্রথম ভূকম্পন অনুভূত হয়। নিরাপত্তার খাতিরে স্থানীয় বাসিন্দারা সবাই ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। জোরালো এ ভূমিকম্প ধসিয়ে দিয়েছে ঘরবাড়ি, ভেঙ্গে পড়েছে রাস্তাঘাট। কিছু স্থাপনায় আগুন ছড়িয়ে পরলেও, ফায়ার ব্রিগেডের তৎপরতায় সেসব নিয়ন্ত্রণে আনা হয়। দুর্যোগের কারণে বিদ্যুৎহীন এলাকাটির কমপক্ষে ৭০ হাজার অধিবাসী। বন্ধ পানির সরবরাহও। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।
সবশেষ, ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ৬০ জন। সে বার ক্ষয়ক্ষতি হয় অন্তত ১০ বিলিয়ন ডলারের।
/এসএইচ
Leave a reply