কোরীয় উপদ্বীপে আবারও শুরু হলো যৌথ সামরিক মহড়া

|

আনাদোলু থেকে সংগৃহীত ছবি।

কোরীয় উপদ্বীপে আবারও যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। জানা গেছে, উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং রকেট উৎক্ষেপণের পাল্টা জবাব দিতেই এ মহড়া। খবর আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের এফ-২২ র‍্যাপটর ফাইটার জেটের পাশাপাশি বি-৫২ ধরনের যুদ্ধবিমানও অংশ নেয় এ মহড়ায়।

মহড়ার যুদ্ধ প্রশিক্ষণে নিজেদের বিমান বাহিনীর সক্ষমতা প্রদর্শন করছে ওয়াশিংটন-সিউল। এবারের মহড়ায় দুই দেশের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান অংশ নিয়েছে। ৫ম প্রজন্মের এসব স্টেলথ বিমান খুব সহজেই শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply