পুরোনো বোমাকে স্মার্ট বোমায় রূপান্তর করতে ইউক্রেনে সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পদ্ধতিতে বোমায় বসানো হবে জিপিএস প্রযুক্তি, ফলে তা নিমিষেই লক্ষ্যবস্তু খুঁজে বের করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই রূপান্তর প্রক্রিয়ায় জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউশন প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে করে আনগাইডেড ফ্রি ফল বোমাকে নিখুঁত বোমায় রূপান্তর করা হবে।
এছাড়াও কিয়েভকে রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১৯ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।
এটিএম/
Leave a reply