শাস্তির মুখে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের পিচকে ‘গড়পড়তার নিচে’ তকমা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একই সাথে দেয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্টও।

আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য রিচি রিচার্ডস জানিয়েছেন পিচে অতিরিক্ত বাউন্স ছিল। ফলে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে। তার মতে ব্যাট ও বলের মধ্যে সমমানের লড়াই হয়নি।

আইসিসি’র নিয়ম অনুযায়ী ডিমেরিট পয়েন্টটি কার্যকর থাকবে আগামী পাঁচ বছরের জন্য। সেই সময়ের মধ্যে যদি কোনো মাঠ পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে ১২ মাসের জন্য এই ভেন্যুু আয়োজন করতে পারবে না কোনো আন্তর্জাতিক ম্যাচ।

এর আগে গ্যাবায় প্রথম দিনে ১৫ ও দ্বিতীয় দিনে পড়ে ১৯ উইকেট।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply