জাতিসংঘে কোণঠাসা মিয়ানমার! সহিংসতার ইতি টেনে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান

|

৭৪ বছর পর মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হলো একটি প্রস্তাব। সহিংসতার ইতি টানতে এবং সব রাজবন্দির মুক্তির দাবি জানিয়ে গতকাল বুধবার (২১ ডিসেম্বর) রেজ্যুলশনটি তোলা হয়েছিল।

জরুরি অবস্থা তুলে দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে ইস্যুটিতে করা হয় গুরুত্বারোপ। প্রস্তাবের ওপর ভোটাভুটি আহ্বান করা হলে ১২-শূন্য ভোটে সেটি পাস হয়। বিপক্ষে কোনো সদস্যরাষ্ট্র ভোট বা ভেটো দেয়নি। তবে ভোটদান থেকে বিরত ছিল চীন, ভারত ও রাশিয়া।

রোহিঙ্গা জনগোষ্ঠিকে জায়গা দেয়া এবং মানবিক সহযোগিতা করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয় অধিবেশনে। একইসাথে, নিরাপত্তা পরিষদকে এ ইস্যুতে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

গেলো বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। সেসময় রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি, প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের কারাবন্দি করা হয়। ১৯৪৮ সালে জাতিসংঘে মিয়ানমারের অর্ন্তভুক্তি ইস্যুতে পাস হয়েছিল একটি প্রস্তাব। সেসময় দেশটির নাম ছিল বার্মা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply