এবারের সম্মেলন বিশ্ব সংকটের কারণে চ্যালেঞ্জিং: ওবায়দুল কাদের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিশ্ব সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করা হবে, এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। বলেন, বিতর্কিতদের কমিটিতে না রাখা নিয়ে চিন্তা ভাবনা আছে। নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবো হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। ২০৪২ সালের উন্নত বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে আওয়ামী লীগ। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছি, সেলক্ষ্যে কাজ করে যাবো উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply