হারিকেন মারিয়ার আঘাতে পুরোপুরি বিধ্বস্ত যুক্তরাষ্ট্র শাসিত ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো। সেখানে বাস করা ৩৫ লাখ মার্কিনির অনেকেই ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব। ঝড়ের পর বেশ ক’টা দিন পেরিয়ে গেলেও ওয়াশিংটন থেকে আসেনি কাঙ্খিত সাহায্য। প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। ঝড়ের পর দুদিনে তিনি মার্কিন ফুটবলে বিতর্ক উসকে দিয়ে ১৭টি টুইট করলেও একটি বারের জন্যও পুয়ের্তো রিকো নিয়ে কিছু বলেননি। অবশ্য তারই বা দোষ কি? সাধারণ মার্কিনিদেরও যে পুয়ের্তো রিকো নিয়ে তেমন মাথা ব্যাথ্যা নেই।
মর্নিং কনসাল্ট নামে এক প্রতিষ্ঠান এ নিয়ে ২ হাজার ২শ জন মার্কিনির ওপর এক জরীপ চালিয়েছে। তাতে দেখা যায়, ৪৭ ভাগ মার্কিনি জানেই না যে, পুয়ের্তো রিকোবাসী তাদেরই স্বগোত্রীয়। তারাও জন্মসূত্রে মার্কিন নাগরিক। তাদের প্রশ্ন করা হয়, ওয়াশিংটনের হারিকেন দুর্গতদের সাহায্য করা উচিত কিনা। পুয়ের্তো রিকো সম্পর্কে যারা জানেন, তাদের ৮০ ভাগই এ প্রশ্নের সম্মতিসূচক জবাব দেন। আর যাদের কোন ধারণাই ছিলো না, তাদের ৬০ ভাগই সাহায্য পাঠানোর বিরোধী। যখনই তাদের জানানো হয়, পুয়ের্তো রিকোবাসীরাও মার্কিনি, তখন সে সমর্থন বেড়ে ষাটের ঘরে পৌঁছে। এমন সব তথ্য তুলে ধরে জরীপ প্রতিবেদনে বলা হয়, মানবতা, সহানুভূতি এসব বিষয় স্বগোত্রীয় হওয়াটা বড় নিয়ামক হিসেবে কাজ করে। সেই সাথে মন্তব্য করা হয় গণমাধ্যমে পুয়ের্তো রিকোবাসীর কথা ভালোমতো তুলে ধরা হয়নি বলেই, যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডের মার্কিনিরা তাদের ব্যাপারে এমন অজ্ঞ এবং নির্বিকার রয়ে গেছে।
Leave a reply