স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুরে দোকানে যাওয়ার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাটাজোর সড়কের পাথরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাসুদ (২৫) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাকিব (২০)। সম্পর্কে তারা চাচাতো মামা ভাগ্নে।
বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার এসআই মো. মনির বলেন, শুক্রবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাটাজোড় বাজারে নিজেদের দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে পাথরপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএআর/
Leave a reply