যুক্তরাষ্ট্র ভ্রমণকে বড় সাফল্য হিসেবে দেখছে ইউক্রেন। তবে এ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন মিসাইল সিস্টেম প্যাট্রিয়টের সমালোচনা করেন তিনি। খবর সিএনএন এর।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে ইউক্রেনে রওনা দেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এই সফরকে ইউক্রেনের বড় সাফল্য হিসেবেও আখ্যা দেন তিনি। তবে বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছে না রাশিয়া।
রাশিয়ার কাছে প্যাট্রিয়টের চেয়েও শক্তিশালী অস্ত্র রয়েছে মন্তব্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যদি আমাদের এস-৩০০ এর সাথে তুলনা করি, তাহলে প্যাট্রিয়ট বেশ পুরনো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্যাট্রিয়টের চেয়ে অনেক আধুনিক এবং কার্যকর ডিফেন্স সিস্টেম রয়েছে আমাদের। এই মিসাইল সিস্টেমের বিরুদ্ধে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হবে। তবে এটাও সত্য যে, ইউক্রেনকে প্যাট্রিয়ট দেয়ার অর্থই হলো এই যুদ্ধকে আরও উস্কে দেয়া।
এদিকে, রুশ বাহিনীর দখল করা ইউক্রেনের অঞ্চলগুলোয় সফরে যান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। পরিস্থিতি পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে বলে জানান তিনি।
এসজেড/
Leave a reply