গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তিনি। এ সময় কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরীন সিদ্দিকীও সাথে ছিলেন। তারা কুশল বিনিময়ের পাশাপাশি পরস্পরের স্বাস্থ্যের বিষয়েও খোঁজ নেন। সাক্ষাৎ শেষে হাস্যোজ্জ্বল বঙ্গবীর কাদের সিদ্দিকী গণভবন ত্যাগ করেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘বাঘা সিদ্দিকী’ নামে পরিচিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক। মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ গেরিলা বাহিনী ‘কাদেরিয়া বাহিনী’ তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ভারতীয় বাহিনীর সাহায্য ছাড়াই ঢাকা আক্রমণের প্রস্তুতি শেষ করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তাকে ‘বঙ্গবীর’ নামেও অভিহিত করা হয়।
/এসএইচ
Leave a reply