যৌথ মহড়া অব্যাহত রেখেছে রাশিয়া ও বেলারুশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সামরিক শক্তি প্রদর্শনের নতুন ফুটেজ প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
ফুটেজে দেখা যায়, ভারি ও মাঝারি অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছেন সেনারা। লাইভ ফায়ারের পাশাপাশি ট্যাংক থেকে ছোড়া হয় মিসাইল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযান পরিচালনায় দু’দেশের সেনাদের সমন্বয়ের বিষয়টি ঝালাই করাই এবারের মহড়ার উদ্দেশ্য। গত সপ্তাহের শুরুতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সাথে দেখা করতে মিনস্কে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের শঙ্কা, সাবেক সোভিয়েত মিত্রকে যুদ্ধে যোগদানে চাপ দিতেই এই সফর।
গেলো সপ্তাহে এক সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝিনি দাবি করেন, জানুয়ারির শুরুতে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রস্তুতি নিচ্ছেন আরও ২ লাখ সেনা মোতায়েনের। পূর্ব, দক্ষিণ এমনকি বেলারুশের দিক থেকেও হতে পারে হামলা।
এটিএম/
Leave a reply