কঙ্গো প্রজাতন্ত্রে দখলকৃত বেশ কিছু এলাকা ছেড়ে যাচ্ছে বিদ্রোহীরা। শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হয় এ প্রক্রিয়া। খবর রয়টার্সের।
এরই মাঝে গোমাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ সরকারের কাছে দিয়েছেন তারা। রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি এ নিয়েছে এ পদক্ষেপ। মূলত কঙ্গো সরকারের সাথে হওয়ার এক ঐক্যমতের ফলে এ পদক্ষেপ নিয়েছে তারা। একে সংঘাত অবসানের ইঙ্গিত বলে মনে করছেন অফ্রিকার অন্য দেশের নেতারা। সরকারের প্রতি সুযোগের সদ্ব্যবহারের আহ্বানও জানান তাদের। তবে এ বিষয়ে কঙ্গো সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। কঙ্গোর পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র বিদ্রোহী সংগঠন রয়েছে। যারা প্রায়ই সহিংসতার ঘটনা ঘটায়।
এটিএম/
Leave a reply