মহাকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেলো পৃথিবীর অসাধারণ সৈান্দয্যের দৃশ্য। শুক্রবার (২৩ ডিসেম্বর) এই ভিডিও প্রকাশ করে চীনের মহাকাশ গবেষণা সংস্থা।
চীনের তিয়াংগং স্পেস স্টেশনে অবস্থিত প্যানারমিক ক্যামেরায় সম্প্রতি ধারণ করা হয় এ দৃশ্য। গেল ৩০ নভেম্বর নিজেদের মহাকাশ স্টেশনে তিন নভোচারী পাঠায় চীন। শেনঝৌ-ফিফটিন নামের এই মিশনে এরইমধ্যে নতুন পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছেন নভোচারিরা।
ছয় মাসব্যাপি এই মিশনে ৪০টির বেশি গবেষণা করবেন চীনের ক্রুরা। দীর্ঘ সময় কীভাবে মহাকাশ স্টেশনে অবস্থান করা যায়, কাজ করা হবে সেই ইস্যুতেও। প্রতিস্থাপন করা হবে বিভিন্ন যন্ত্রাংশও।
এটিএম/
Leave a reply