সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ রানার্স আপ

|

 

নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারিয়ে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখোছিল বাংলাদেশ। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল লাল সুবজের প্রতিনিধিরা।এরপরের ম্যাচে নেপালের  সাথে ভারত জিতলে বা ড্র করলেই চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ। কিন্তু এই ম্যাচে নেপাল ভারতকে ২-০ গোলে হারালে রানার্সআপ হিসেবেই শেষ হয় বাংলাদেশের মিশন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।

ভুটান-বাংলাদেশ ম্যাচে দুই গোল করেছেন টুর্নামেন্টে চমক জাগানো স্ট্রাইকার জাফর ইকবাল। চ্যাংলিমিথিাংয়ে শুরু থেকেই সেরা একাদেশে নেই ভারত আর মালদ্বীপের বিপক্ষে জয়ের নায়ক জাফর ইকবাল। মাঠে নেমেছেন ঠিক ৫৪ মিনিটে। এরপরই বাজিমাত বাংলাদেশের। প্রাণ ফেরে প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচেও। ৭৮ মিনিটে মাঝ মাঠ থেকে বাদশার বাড়ানো বল ডি বক্সের বাইরে থেকে একক প্রচেষ্টায় জালে জড়ালে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। জয় থেকে তখন আরো ১২ মিনিট দূরে বাংলাদেশ। তবে সেই অপেক্ষায় রাখেননি জাফর। ছন্দে পেয়ে ভুটানের বিপক্ষে যেনো আরো চড়াও টুর্নামেন্ট সেরা জাফর। কাউন্টার অ্যাটাতে বিপলুর বাড়োনো বল পেয়ে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে র্টুনামেন্টর পঞ্চম গোল করেন জাফর। আর এতেই জয় নিয়ে চ্যাম্পিয়নশিপের পথে এগিয়ে গেলা বাংলাদেশ।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply