ছাত্রলীগের এখন কোনো কমিটি নেই। ছাত্রলীগের নামে কেউ কিছু করছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার, বিকেলে ধানমন্ডিতে সম্পাদকমন্ডলীর সভা শেষে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা প্রসঙ্গে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের কনফারেন্সের পর এখনও কমিটি গঠন করা হয়নি। কেউ ছাত্রলীগের নামে কিছু করছে কিনা সেটি খোঁজ নিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি যা বলেন তা করেন। প্রধানমন্ত্রী বিষয়টিকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। আমি বলবো তার ওপর আস্থা রাখুন।
আন্দোলনকারীদের গ্রেফতার করা প্রসঙ্গে কাদের বলেন, পুলিশ কমিশনার আমাকে জানিয়েছেন, যারা ভিসির বাড়িতে দানবীয় হামলার সাথে জড়িত তাদের গ্রেফতার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও একই ভাষ্য।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply