পঞ্চগড় প্রতিনিধি:
ক্ষমতায় থাকার জন্যই গুম খুন করছে সরকার। নির্যাতন করেও বিএনপিকে দমন করতে পারেনি, বরং আরও শক্তিশালী হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (২৫ ডিসেম্বর) পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত বিএনপি নেতার মৃত্যুতে রাজধানীর পল্টনে গায়েবানা জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেছেন ড. খন্দকার মোশাররফ। নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ ছিলেন পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।
এ নিয়ে ড. খন্দকার মোশাররফ বলেন, গণআন্দোলন এখন গণঅভ্যুত্থানে রূপ নেবে। সরকারের হাত থেকে রক্ষা পাবে জনগণ।
এদিকে, পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে ৫টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ৫ মামলায় ৮১ জনের নামীয়সহ অজ্ঞাত প্রায় দেড় থেকে ২ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর থানায় ৫ জন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে পৃথকভাবে এ ৫টি মামলা দায়ের করেন। তবে পুলিশ শনিবার রাত থেকেই অভিযান চালিয়ে দুই জামাত নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে। মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
এসজেড/
Leave a reply