ইন্দোনেশিয়ায় ঠাঁই হলো ৫৮ রোহিঙ্গার

|

দীর্ঘ একমাস সমুদ্রে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ায় ঠাঁই পেলো ৫৮ রোহিঙ্গার একটি দল। রোববার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে স্থানীয় পুলিশ বিভাগ। খবর এপির।

এক বিবৃতিতে জানানো হয়, আচেহ্ প্রদেশের সমুদ্র উপকূলে ভেসে আসে কাঠের একটি নৌকা। যার ইঞ্জিন বিকল ছিলো। সেখান থেকেই রোহিঙ্গাদের উদ্ধার করেন স্থানীয়রা। তারা সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। ক্ষুধা-তৃষ্ণায় এবং দীর্ঘদিনের সমুদ্রযাত্রার কারণে সবাই অসুস্থ ছিলেন। ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা।

গেলো কয়েক সপ্তাহ ধরে, আন্দামান সাগরেও ভাসছে একটি নৌকা। এরইমধ্যে নারী-শিশুসহ ২০ আরোহীর মৃত্যু হয়েছে। উদ্ধারের প্রত্যাশায় রয়েছে আরও ১৯০ রোহিঙ্গা। তাদের জরুরি ভিত্তিতে আশ্রয় দিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

২০১৭ সালে সেনা নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে যাদের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply