৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল অনূর্ধ্ব-২৩ ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চার জাতির এ আসরে নেপালকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে শ্রীলঙ্কা। আর, ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ইসমাইল হোসেন সজীব। আর, টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পেয়েছেন শ্রীলঙ্কার কাভিষ্কা।
বিজয়ের মাসে সজীব-সুজনদের সুবাদে বিজয়ের হাসি হাসছে লাল সবুজের বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে ৩-০ সেটে হারিয়ে বাংলাদেশের ইরানি কোচ আলিপোর অরোজি জানিয়েই রেখেছিলেন, বাংলাদেশের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গোল্ড মেডেল গলায় পরে আজ তাই গর্বিত তিনিও।
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’। চার জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশের শেষ বাধা ছিলো কিরগিজস্তান। সেমিতে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করেছিলো তারা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৫-১৮ তে প্রথম সেট জিতে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেটের শুরুতে ৫-০ তে পিছিয়ে পড়ার পরও সুজন-তিতাসদের দারুণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় বাংলাদেশ। তবে দাপট দেখিয়ে ২৫-১৫ তে দ্বিতীয় সেট জিতে নেয় কিরগিজস্তান। আর, ১-১ সেটে সমতা নিয়ে শুরু হয় তৃতীয় সেটের খেলা।
আবারও, শুরুতে ৪-০ এগিয়ে যায় কিরগিজস্তান। তবে এরপরই বাংলাদেশের দারুন কামব্যাকে জমে ওঠে তৃতীয় সেট। কিন্তু শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধানে তৃতীয় সেট জিতে ২-১ এ এগিয়ে যায় অতিথিরা।
শেষ দুই সেটে জয়ের কোনো বিকল্প ছিলো না বাংলাদেশের। ৪র্থ সেটের শুরুতেই পয়েন্ট আদায় করেন সজীব। সমান সমানে চলা লড়াই শেষ হয় শাফিনের পাঞ্চে। ২৫-১৯ পয়েন্টে ৪র্থ সেট জেতে বাংলাদেশ। খেলা গড়ায় শ্বাসরুদ্ধকর ফাইনাল সেটে।
শুরুতেই পয়েন্টের খাতা খোলেন সেমির সেরা খেলোয়াড় সুজন। কিছুক্ষণ চলে সজীবদের আধিপত্য। তবে শেষটায় আবারো সমানে সমানে লড়াই। শ্বাসরুদ্ধকর মুহূর্তে সুজনের ব্লকে ১৮-১৬তে ৫ম সেট জিতে বিজয় উল্লাসে মাতে বাংলাদেশ।
/এসএইচ
Leave a reply