বিদেশি পর্যটকদের জন্য বাধ্যতামূলক কোয়ারেনটাইন নীতিমালা প্রত্যাহার করছে চীন। জানুয়ারির ৮ তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সোমবার (২৬ ডিসেম্বর) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ ঘোষণা দিয়েছে। জানায়- ২০২০ সালের শুরুর দিকে বন্ধ হওয়া সীমান্ত নতুন বছরে পুরোপুরি খুলে দেয়া হবে।
চীন প্রশাসনের দাবি, কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে প্রাণহানির প্রবণতা কমে এসেছে। তাছাড়া নিয়মিত শ্বাসকষ্টজনিত রোগে পরিণত হয়েছে করোনা। সে কারণেই বিদেশি পর্যটকদের ওপর থেকে তুলে কঠোর বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে।
মূলত তিন বছর ‘জিরো কোভিড’ নীতিমালা আরোপিত থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের ব্যবসা-বাণিজ্য। ১৭ ট্রিলিয়নের অর্থনীতির দেশটি ৫০ বছরের মধ্যে দেখেছে সবচেয়ে নিম্নমুখী প্রবৃদ্ধি। এর ফলে শি জিনপিং সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে বিক্ষোভ-অসন্তোষ। চাপে পড়েই কঠোর অবস্থান থেকে সরে আসে প্রশাসন। তবে নতুনভাবে দেশটিতে বাড়ছে করোনার বিস্তার।
ইউএইচ/
Leave a reply