ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ ফুটবলের শিরোপা বঞ্চিত হয়েছে ক্রোয়েশিয়া। পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলেও হারতে হয়েছে ক্রোয়টদেরকে। এজন্য রেফারির ভুল সিদ্ধান্ত ও ভাগ্যকে দুষছেন ক্রোয়েট কোচ জালাতকো দালিচ। ম্যাচ থেকে ছিটকে যাওয়ার কারণ হিসেবে ভিএআর নিয়ে রেফারির পেনাল্টি দেয়াটাকেই দায়ী করছেন তিনি।
অবশ্য প্রতিপক্ষের জয়ে অভিনন্দন জানাতে ভুল করেননি দালিচ। তিনি বলেন, ‘শিরোপা জয়ের জন্য ফ্রান্সকে অভিনন্দন। পেনাল্টি আমাদের ম্যাচ থেকে সরিয়ে দিয়েছে। আর ৪ গোল খেয়ে ফেললে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও তা কাজে দেয়নি। ১টা আত্মঘাতী, ১টা পেনাল্টি, দুইটি সাধারণ গোল যা কোনভাবেই জালে জড়ানোর কথা না। সব মিলিয়ে বলা যায় ভাগ্যটাই আজ আমাদের বিপক্ষে ছিল। কিন্তু গোটা টুর্নামেন্টে এই ভাগ্যের দিক থেকে আমরা অনেক সহায়তা পেয়েছিলাম। আজ আমাদের দিন ছিলো না।’
এদিকে ভালো খেলেও হারার কষ্ট ভোলার জন্য নিজেদের সেরা অর্জনকে সান্তনা হিসেবে নিয়েছে ক্রোয়েশিয়া। ফুটবলে এতদিন ৪৪ লাখ বাসিন্দার এ দেশটির সেরা অর্জন ছিলো ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা। সেবারও ফ্রান্সের কাছে হেরেছিলো দলটি।
Leave a reply