সন্তানের আপত্তিকর ভিডিও অনলাইনে, প্রতিবাদ করতে গিয়ে বিএসএফ জওয়ান খুন

|

মেয়ের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে অনলাইনে। এর প্রতিবাদ জানাতে গিয়ে খুন হলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের এক জওয়ান। তাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাতের নাদিয়াদে। খবর এবিপি আনন্দের।

সোমবার (২৬ ডিসেম্বর) ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, অনলাইনে সন্তানের ভিডিও ছড়িয়ে পড়লে অভিযুক্তের বাড়িতে হাজির হন মেলজিভাই ভাঘেলা নামের ওই বিএসএফ জওয়ান। এ সময় ১৫ বছরের কিশোরকে হস্তান্তরের জন্য চাপ দেন তিনি। তিনি অভিযোগ তোলেন- সহপাঠীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছে ওই কিশোর।

পুলিশ আরও জানায়, বাকবিতণ্ডার একপর্যায়ে শুরু হয় মারামারি। কিশোরের বাড়ির সদস্যরা লাঠি-ধারালো বস্তু দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে ওই বিএসএফ জওয়ানকে। এ সময় তার সাথে থাকা স্ত্রী, দুই ছেলে এবং ভাতিজাকেও পেটানো হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply