কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা

|

ছবি : সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজশাহীসহ উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের বেলায় স্বাভাবিক থাকলেও বিকাল থেকে কমতে শুরু করছে তাপমাত্রা। মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত তাপমাত্রার কমতে থাকার পাশাপাশি পড়ছে ঘন কুয়াশা।

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার লঘু চাপের ফলে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজশাহী। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাত সাড়ে ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে রাজশাহীতেও শীত বেড়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। রাজশাহীতেও রাতে দশমিক ৮ মিলিটার বৃষ্টি হয়েছে। শীতের সময়ে বাতাস না থাকায় কুয়াশা দেখা দিয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply