৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু

|

ফাইল ছবি।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি :

ঘন কুয়াশার কার‌ণে প্রায় ৫ ঘণ্টা ব‌ন্ধ থাকার পর দে‌শের দ‌ক্ষিণ প‌শ্চিমাঞ্চ‌লের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসা‌বে প‌রি‌চিত দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দি‌কে কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হয়। এর আ‌গে সকাল ৬টার দিক থেকে কুুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়া‌তে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

এ‌দি‌কে ক‌য়েক ঘণ্টা ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পা‌রের অপেক্ষায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে আটকা পড়ে‌ছে বেশ কিছু যানবাহন। ফ‌লে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও চালকরা।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উ‌দ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কে‌টে যাওয়ায় বেলা পৌ‌নে ১১টার দিক থে‌কে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ক‌য়েক ঘণ্টা ফে‌রি বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে অল্প কিছু যানবাহনের সি‌রিয়াল তৈ‌রি হয়ে‌ছে। যা দ্রুত ক‌মে যা‌বে। বর্তমা‌নে এ রু‌টে ছোট বড় ১১টি ফে‌রি চলাচল কর‌ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply