কবে ফিরবেন মেসি?

|

বিশ্বকাপ বিরতির পর মাঠে ফিরেছে পিএসজি। তবে, নিজেদের প্রথম ম্যাচেই দলের সাথে ছিলেন না বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জানা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহে দলের সাথে যোগ দিতে পারেন মেসি।

পিএসজি কোচের ভাষ্য অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত ছুটিতে থাকার কথা এলএমটেনের। ছুটি শেষে ২ বা ৩ তারিখ দলের সাথে যোগ দেয়ার কথা তার। তবে, মাঠের লড়াইয়ে ফিরতে তাকে ১৩-১৪ দিনের রিকভারি সেশন পার করতে হবে বলেও জানায় কোচ ক্রিস্তফ গালতিয়ের।

প্রসঙ্গত, মেসির পায়ের জাদুতেই ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গোল্ডেন বল জেতেন এলএমটেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply