মার্টিনেজের উদযাপন নিয়ে মাথা ঘামিয়ে নিজের সময় নষ্ট করতে চাই না: এমবাপ্পে

|

ছবি: সংগৃহীত

ফাইনালে টাইব্রেকারে বীরত্ব দেখিয়ে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে গোলরক্ষক এমিলিয়ানো। কিন্তু এরপরও তার উদযাপনের ভঙ্গি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দেশে ফিরে ছাদখোলা বাসে উদযাপনের সময় আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের কোলে একটি পুতুল দেখা গেছে। সেই পুতুলের মুখে এমবাপ্পের একটি ছবি বসানো ছিল। তবে এমবাপ্পে জানায়, মার্টিনেজের উদযাপন নিয়ে ভাবার সময় নেই তার।

বিশ্বকাপ বিরতির পর বুধবার রাতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে এমবাপ্পের নৈপুণ্যে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ৯০ মিনিটেই ১-১ গোল সমতায় ছিল দুই দল। তবে যোগ করা সময়ে এমবাপ্পের গোলে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, মার্টিনেজের উদযাপন? এটা আমার দেখার বিষয় না। এসব ব্যাপারে মাথা ঘামিয়ে নিজের সময় নষ্ট করতে চাই না। আমি শুধু লিও’র (মেসির) ফেরার অপেক্ষা করছি এখন।

এর আগে, এমিলিয়ানো মার্টিনেজকে ফুটবলের সবচেয়ে ঘৃণিত এবং জঘন্যতম ফুটবলার বলে উল্লেখ করেছেন সাবেক ফরাসি ফুটবলার আদিল রামি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply